নিজেকে টার্গেটে পৌঁছাতে চাই সমালোচনাকে সহ্য করার অমোঘ শক্তি। - মোহাম্মাদ ফয়েজুর রহমান

Followers

Post Top Ad

Your Ad Spot

Wikipedia

Search results

Saturday, January 26, 2019

নিজেকে টার্গেটে পৌঁছাতে চাই সমালোচনাকে সহ্য করার অমোঘ শক্তি।

নিজেকে টার্গেটে পৌঁছাতে চাই সমালোচনাকে সহ্য করার অমোঘ শক্তি।
সমালোচনার তীর্যক তীরের আঘাত সইতে হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। প্রত্যেক সফল মানুষের জীবনেই একজন সময় সমালোচনা ছিল। কিন্তু তারা থেমে থাকেনি বলেই আজ এত সুন্দর পৃথিবী আমরা উপভোগ করতে পারছি। জীবনে চলার পথে সমালোচনা আসবেই। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে এটাকে মেনে নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। কিন্তু আমরা অনেকেই সেটা না করে সমালোচনার ভয়ে নিজের পথচলা বন্ধ করে দেই। আর সেখানেই অবসান ঘটে আমাদের উদ্ভাবনী চিন্তাশক্তির। যদি আমরা সমালোচনার ভয়ে থেমে না থেকে, লোকে কি বলবে এই চিন্তা না করি তাহলে হয়ত আমাদের উদ্ভাবন আমাদের পৃথিবীটাকে আরো রাঙিয়ে দিত উন্নতির ছোয়ায়। মূলত সমালোচকগন একদিক দিয়ে আমাদের উপকারই করে। কেননা আমরা যদি এ সমালোচনাকে আমলে নিয়ে নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠি তাহলে সাফল্য আমাদের নিশ্চিত।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot